
এক যুগেরও বেশি সময় ধরে নির্মাণকাজ শেষ হলেও অবহেলায় পড়ে থাকা লোহাগাড়া ট্রমা সেন্টারটি খুব শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একান্ত সচিবের (পিএস) সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে শাহজাহান চৌধুরী বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রামে দুটি ট্রমা সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হয়—একটি হাটহাজারীতে এবং অন্যটি লোহাগাড়ায়। লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ ২০১২ সালে শেষ হলেও পরবর্তী সরকারের অবহেলার কারণে আজও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ খুব শীঘ্রই লোহাগাড়া ট্রমা সেন্টার চালু করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “সবার উপরে দেশ। এই দেশ কোনো গোষ্ঠীর নয়। এখানে সবাই মিলেমিশে থাকতে হবে। একসাথে কাজ করেই আমরা সমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলবো।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন, জামায়াতে ইসলামীর লোহাগাড়া শাখার সেক্রেটারি অধ্যাপক আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ট্রমা সেন্টারটি চালুর লক্ষ্যে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসাইনের উদ্যোগে ইতোমধ্যে ভবনের সংস্কার, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা কেন্দ্রটি চালু হলে দুর্ঘটনা কবলিত ও জরুরি রোগীদের চিকিৎসার জন্য আর চট্টগ্রাম শহরে ছুটতে হবে না, যা লোহাগাড়া ও পার্শ্ববর্তী উপজেলার হাজারো মানুষের ভোগান্তি কমাবে।
