টাকার অভাবে কি নিভে যাবে ১৯ বছরের সাইফুলের জীবন প্রদীপ?


চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ১৯ বছর বয়সী তরুণ মো. সাইফুল ইসলাম। পাঁচ বছর আগে তার শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া) ধরা পড়ে। সহায়-সম্বল ও সারা জীবনের সঞ্চয় বিক্রি করে অসহায় বাবা মো. ইব্রাহীম ছেলের চিকিৎসা চালিয়ে তাকে প্রায় সুস্থ করে তুলেছিলেন। কিন্তু দুই বছর পর আবারও তার শরীরে ক্যান্সার ফিরে আসায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

সাইফুল বর্তমানে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে হেমাটোলজিস্ট ডা. শামীম আরা বেগম হাসির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে আগামী ১৫ দিনের মধ্যে ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করা জরুরি। এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা, যা তার দিনমজুর বাবা ও পরিবারের পক্ষে যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণকে বাঁচাতে তার ভাই সাজিদুল ইসলাম ও বড় মা শামীমা আক্তার দেশের বিত্তবান, দানশীল ও দয়াবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, সকলের সম্মিলিত সহযোগিতায় হয়তো বেঁচে যাবে একটি সম্ভাবনাময় প্রাণ।

সাইফুলকে সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়:

* বিকাশ ও নগদ (পার্সোনাল): 01810291391
* ব্যাংক অ্যাকাউন্ট:
* ব্যাংকের নাম: UCB Bank
* অ্যাকাউন্টের নাম: Mohammed Sajdul Islam
* অ্যাকাউন্ট নম্বর: 0213201000078536