অপরাধী ধরতে রাউজানের দুর্গম পাহাড়ে পুলিশের টহল জোরদার


চট্টগ্রামের রাউজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের ধরতে দুর্গম পাহাড়ি এলাকায় টহল জোরদার করেছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার (২৩ জুলাই) বিকেলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি সশস্ত্র দল উপজেলার রাউজান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ে অভিযান চালায়।

থানা সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে রাউজানে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় আধিপত্য বিস্তার এবং অন্যান্য নানা কারণে মোট ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করেছে এবং ১০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতেই এই নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। অনেক অপরাধী দুর্গম পাহাড়ে অবস্থান করে গুপ্ত হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটিয়ে রাউজানকে অশান্ত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামের বিশেষ নির্দেশনায় এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে আমরা জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”

গতকালকের অভিযানে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের দলটি রাউজান পৌরসভার জলিল নগর এলাকা হয়ে রাউজান সদর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে টহল দেয়।