
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি অটোরিকশাসহ একটি চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিএনজির বিভিন্ন ভূয়া কাগজপত্রও উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল জানতে পারে যে, নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করছে।
এই খবরের ভিত্তিতে ডিবি পুলিশ চান্দগাঁওয়ের খাজা রোড এলাকায় বাবর চৌধুরী নামক এক ব্যক্তির গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার মোহাম্মদ আব্বাস (৩২) এবং তজুমদ্দিন উপজেলার মো. গিয়াস উদ্দিন (৩৫)।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে। পরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার ‘কবির মিস্ত্রি’ নামে এক ব্যক্তির সহায়তায় সেগুলোর নকল কাগজপত্র ও নাম্বার প্লেট তৈরি করে চট্টগ্রাম মহানগরীতে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিসহ তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
