রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে রিনা আক্তার (২৬) নামে দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা নবাবী পাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা আক্তারের বাবার বাড়ি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে এবং তিনি প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, “বেলা সাড়ে ১২টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা লাশ ঝুলন্ত অবস্থায় পাইনি, নামানো অবস্থায় পেয়েছি।” এই বিষয়টি ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, রিনাকে তার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে ননদরা, প্রায়ই নির্যাতন করতেন। তার বোন বলেন, “আমার বোনকে তার ননদরা পরকীয়ার মিথ্যা অপবাদ দিত এবং প্রায়ই সন্তানদের রেখে বাড়ি থেকে চলে যেতে বলত।” পরিবারের আরও অভিযোগ, বিষয়টি রিনার শ্বশুরকে জানালেও তিনি ‘পারিবারিক বিষয়’ বলে এড়িয়ে যেতেন।

স্থানীয়রা জানান, রিনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার আট-নয় বছর বয়সী একটি ছেলে এবং তিন-চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।” এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।