চার দিন ধরে নিখোঁজ, খালে মিলল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের চার দিন পর চেঙখালী খাল থেকে আকতার বেগম (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বক্ষত্তোর এলাকার হাজীপাড়া কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকতার বেগম একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিদুল্লাহবাড়ী গ্রামের আবুল হোসেন ওরফে ‘বয়ার’-এর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকতার বেগম দীর্ঘদিন ধরে মৃগীরোগ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

আজ সকালে এক স্থানীয় বাসিন্দা খাল দিয়ে যাওয়ার সময় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে আকতার বেগমের মরদেহ শনাক্ত করেন।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো মৃগীরোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন।”

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।