মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল তার। অন্যদিকে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তাদের দুজনকেই আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়াল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে মারা যায় ১৩ বছরের শিক্ষার্থী জারিফ ফারহান। এর ঘণ্টাখানেক পর অর্থাৎ সোয়া ১০টার দিকে মাসুমা নামের আরেক নারীর মৃত্যু হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল তার। অন্যদিকে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তাদের দুজনকেই আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৫১ জন। পরে বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাকিন (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আর আজ সকালে জারিফ ও মাসুমাকে নিয়ে মৃত্যুর এ সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।