নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ১৮ মাসের শিশু তাওসিফ


চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. তাওসিফ আলম ওয়ালি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় বাড়ি সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পার্শ্ববর্তী বড়হাতিয়া ইউনিয়নের আমতলী এনায়েতপাড়ার শাহ্ আলমের ছেলে।

নিহত শিশুর স্বজনরা জানান, তাওসিফ গত ১৫ দিন ধরে তার মায়ের সঙ্গে চুনতিতে নানার বাড়িতে বেড়াচ্ছিল। আজ দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে সে ঘর থেকে বের হয়ে খেলার ছলে বাড়ি সংলগ্ন রেললাইনের ওপর চলে আসে।

এ সময় চট্টগ্রামমুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি শিশুটিকে ধাক্কা দিলে সে মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনিরুল মাবুদ রয়েল বলেন, “নানার বাড়িতে বেড়াতে এসে একটি শিশু ট্রেনের ধাক্কায় মারা গেছে বলে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

এই ঘটনায় নিহত শিশুর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।