চোখের সামনে খালে বিলীন হচ্ছে ঘর, রাঙ্গুনিয়ায় নিঃস্ব দিনমজুরের পরিবার


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী খালের তীব্র ভাঙনে একটি দিনমজুর পরিবারের চার কক্ষের ঘরের একাংশ ধসে পড়েছে, ফলে পুরো পরিবার এখন চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। উপজেলার পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অয়ন দে জানান, তাদের বাড়িটি ইছামতী খালের একেবারে কিনারায় অবস্থিত। তিনি অভিযোগ করেন, “বিগত সময়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের পাড় দুর্বল হয়ে পড়েছিল। কিছুদিন আগেই আমাদের ঘরের পাশে বড় ফাটল দেখা দেয়। আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাতে হঠাৎ করেই ঘরের একটি অংশ ধসে খালের দিকে দেবে যায়।”

অয়নের বাবা সুজন দে একজন দিনমজুর। তিন ভাইয়ের মধ্যে বাকি দুজন স্থানীয় ওয়ার্কশপ ও গ্যারেজে কাজ করেন। অয়ন নিজে একটি এনজিওতে কর্মরত। ঘরের একাংশ ভেঙে পড়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে এবং একটি নিরাপদ আশ্রয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছে।

ক্ষোভ প্রকাশ করে অয়ন বলেন, “খালের অন্যান্য অংশে ভাঙনরোধে ব্লক বসানো হলেও আমাদের এলাকাটি অরক্ষিত। গত ১৩ বছর ধরে শুধু ব্লক স্থাপনের আশ্বাসই শুনে আসছি, কিন্তু কোনো কাজ হয়নি। বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”

বর্তমানে পরিবারটি তাদের বাকি ঘরটুকুও সম্পূর্ণভাবে খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিতে এবং তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।