
সাধারণত আমরা মহৎ ব্যক্তিদের সম্মাননা জানাই তাঁদের লোকান্তরের পর। তবে বাঁশখালীর গণমানুষের পরম স্বজন, কিংবদন্তি চিকিৎসক ডা. পরেশ চন্দ্র পাল (পি.সি. পাল) জীবদ্দশাতেই এক বর্ণিল সংবর্ধনার মধ্য দিয়ে ভালোবাসায় সিক্ত হলেন।
গত ২৬ জুলাই চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের অডিটোরিয়ামে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই বিরল দৃষ্টান্তের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিকিৎসক ডা. এম. কে. সরকার। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ ওয়াই এম জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. পি.সি. পালের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং ১৬৮ পৃষ্ঠার স্মারকগ্রন্থ ‘সংশপ্তক’-এর মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ডা. পি. সি. পালকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও উত্তরীয় প্রদান করা হয়। এছাড়া বাঁশখালীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও সংবর্ধিত এই চিকিৎসককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক, শিশু বিশেষজ্ঞ ডা. সৈয়দ মেজবাহুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবু ইউসুফ চৌধুরী।
বিশিষ্ট এনেসথেসিস্ট ও সংগঠনের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ এবং অঞ্জন কুমার দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল আহাদ, ইউএসটির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত জামাল দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির ও মাওলানা জহিরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন, ইমপেরিয়াল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার মহসিন, বিশিষ্ট রাজনীতিবিদ জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বিশিষ্ট রাজনীতিবিদ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা পিপি এডভোকেট মো. আশরাফ হোসেন রাজ্জাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সংবর্ধনা আয়োজক কমিটির অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, ডা. হীরক পাল, নারী উদ্যোক্তা সুবর্ণ পাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, আদর্শ নাগরিক ফোরামের সভাপতি ইউসুফ বাহার চৌধুরী, ব্যাংকার সাব্বির ওসমানী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সংবর্ধনা স্মরণিকার সম্পাদক বশির উদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, এডভোকেট নাসির উদ্দিন, মোহাম্মদ আইয়ুব, আলমগীর মোহাম্মদ, ইমন সৈয়দ, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ শোয়াইব, রহিম সৈকত, এনামুল হক।
এছাড়াও বাঁশখালীর বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সমাজসেবী ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডা. পি. সি. পালকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ডা. পি.সি. পাল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ হলে তখনও ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে চাই।” তাঁর এই উক্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং তাঁর জনসেবার প্রতি গভীর অঙ্গীকারকে তুলে ধরে।
