
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক আসামিকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গত রবিবার (২৭ জুলাই) রাত সোয়া নয়টার দিকে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী বাকলিয়া থানার তক্তারপুল খালপাড়া এলাকায় অবস্থান করছে।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালালে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. সুমন (১৯) নামে একজনকে আটক করতে সক্ষম হলেও, মো. আসিফ (২৬) নামে আরেকজন পালিয়ে যায়।
আটককৃত সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ও পলাতক আসামি আসিফ মিলে গত ২৫ জুলাই মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৬, তারিখ-২৬/০৭/২০২৫ইং) দায়ের করা হয়েছে বলেও পুলিশ নিশ্চিত হয়।
পরবর্তীতে, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্তারপুল খালপাড়ে ইটের স্তূপের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ‘মেড ইন ইউ.এস.এ’ লেখা বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
