নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে বাসের ধাক্কা, আহত ১৬

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা লাগলে ১৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার এসআই শফিকুল ইসলাম জানান, পোশাক শ্রমিকদের নিয়ে ইপিজেড যাওয়ার পথে মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দেয়ালে ধাক্কা লাগে। এতে অন্তত ১৬ পোশাককর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, সিমেন্ট ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত হয়ে এক নারী পোশাককর্মী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।