‘ভুল হলে ধরিয়ে দেবেন’— হাটহাজারীতে সাংবাদিকদের বললেন নবাগত ইউএনও


হাটহাজারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ইউএনও’র কার্যালয়ে হাটহাজারী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তার দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাকে কাজ করতে হবে এবং এই কাজে তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তার দপ্তর সকলের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, কাজ করতে গিয়ে কোনো ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাই কোনো ত্রুটি চোখে পড়লে তা ধরিয়ে দিয়ে তাকে সংশোধন করতে সাহায্য করার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

এই মতবিনিময় অনুষ্ঠানে প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, মোহাম্মদ হোসেন, এইচ এম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, আজিজুল ইসলাম, মো. আলাউদ্দীন এবং মোহাম্মদ নাজমুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদও উপস্থিত ছিলেন।