
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ জুলাই) উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া রাজারটিলা এলাকার একটি টিলার ঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বক্তারখীল এলাকার বাসিন্দা ছিলেন।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার জানায়, আবু তাহের দীর্ঘদিন ধরে কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গত ১৫ দিন আগে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। তার ছেলেরা জানান, সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে এলাকার কয়েকজন বাসিন্দা গরু চরাতে গিয়ে টিলার ওপর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে মৃতের স্বজনরা তার পরনের কাপড় দেখে লাশটি নিখোঁজল আবু তাহেরের বলে শনাক্ত করেন।
ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
