
চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রদল কর্মী মো. আরিফ হত্যা মামলার প্রধান আসামি এবং ‘ভাইজান বাহিনীর’ প্রধান মহিউদ্দিন শিবলু বাচা (৪৫), যিনি ‘ভাইজান’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক নাজমুল হাসান আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ভাইজানকে গ্রেপ্তার করে। পরে তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উপ-পরিদর্শক মোবারক আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুন রাতে হাটহাজারীর সন্দ্বীপ কলোনি এলাকার ফুটবল খেলার মাঠে ‘ভাইজান বাহিনীর’ ছোড়া গুলিতে গুরুতর আহত হন ছাত্রদল কর্মী মো. আরিফ। পরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরিফের মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ‘ভাইজান’কে প্রধান আসামি করে এবং আরও কয়েকজনের নাম উল্লেখসহ মোট ১০ জনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
