শ্বশুরবাড়ি থেকে ধরা পড়লেন সন্দ্বীপ আ.লীগ সভাপতি


নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচরের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে হাতিয়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন তার শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সন্দ্বীপ পৌরসভার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে হাতিয়ার শ্বশুরবাড়িতে পালিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে আলাউদ্দিন ও তার ১৫ জন সহযোগীর বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে প্রথমে হাতিয়া থানা হাজতে রাখা হয়েছিল। মামলার অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।