হাটহাজারীর স্কুল-মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ও বাইক নিষিদ্ধ হচ্ছে


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা এবং মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসা নিষিদ্ধ করা হচ্ছে। সম্প্রতি উপজেলার আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাটহাজারীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লাহ আল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে এবং ক্লাস চলাকালেও গেম বা টিকটক দেখে সময় নষ্ট করছে, যা পড়ালেখায় মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়া, শিক্ষার্থীদের মোটরসাইকেল ব্যবহারের ফলে দুর্ঘটনাও বাড়ছে।

ইউএনও আরও জানান, শিক্ষার্থীদের সৃজনশীল, শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক গুণসম্পন্ন করে গড়ে তুলতে এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকরে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। কুতুব উদ্দীন নামে একজন অভিভাবক বলেন, “সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করতে এ ধরনের একটি সিদ্ধান্ত খুব দরকার ছিল।”

দক্ষিণ মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহেদুল ইসলাম বলেন, “উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, এতে শিক্ষার মান নিঃসন্দেহে বাড়বে।”