২০% শুল্ক ‘কূটনৈতিক বিজয়’ বললেন ড. ইউনূস


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এই মন্তব্য করেন এবং সফল আলোচনার জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

হোয়াইট হাউসের পক্ষ থেকে আজ ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা আসার পরপরই সরকারের শীর্ষ পর্যায় থেকে এই প্রতিক্রিয়া এল। প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, “আমেরিকার শুল্ক কমানো আমাদের কূটনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল এই চুক্তি নিশ্চিত করতে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন।”

একইসঙ্গে ওয়াশিংটন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি বলেন, “আমরা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম।”

হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা জানানো হয়। এর মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ এবং পাকিস্তান, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার ওপর বাংলাদেশের সমান ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।