বাঁশখালীতে বিয়ের আনন্দ বিষাদে পরিণত, প্রাণ গেল ডেকোরেশন শ্রমিকের


চট্টগ্রামের বাঁশখালীতে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কাশেম শীলকূপ ইউনিয়নের পশ্চিম আশিঘরপাড়ার বাসিন্দা এবং স্থানীয় আহমদিয়া ডেকোরেশনের একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল কাশেম একটি বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।