পেছন থেকে ধাক্কা দিল ঘাতক লরি, সীতাকুণ্ডে পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির ধাক্কায় আরিফ হোসেন ও জুয়েল নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আরিফ হোসেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আরিফ ও জুয়েল মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। তারা অক্সিজেন রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরিটি মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার ফলেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।