চট্টগ্রামে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, বাসযোগ্য পৃথিবী গড়তে সম্মিলিত পদক্ষেপের আহ্বান


বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশি-বিদেশি গবেষকরা।

শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক পরিবেশ ও জলবায়ু সম্মেলনে তারা এই আহ্বান জানান।

‘আমি: একটি সবুজ পৃথিবীর জন্য’ প্রতিপাদ্যে শুরু হওয়া এই সম্মেলনে ১৫টি দেশের দুই শতাধিক গবেষক, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী অংশ নিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, “জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি এখনকার বাস্তবতা। এটি মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

আয়োজক কমিটির সদস্য ড. মোসায় সেলভাকুমার পলরাজ বলেন, এই সম্মেলন শুধু গবেষণা বিনিময়ের প্ল্যাটফর্ম নয়, বরং জলবায়ু সহনশীল ও ন্যায্য পৃথিবী গঠনের লক্ষ্যে আন্তঃসীমান্ত অংশীদারিত্ব গড়ার একটি প্রয়াস।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, পারডু ইউনিভার্সিটির মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, টেকসই প্রযুক্তি ও পরিবেশ ন্যায্যতা নিয়ে ৯৯টি গবেষণাপত্র উপস্থাপন করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনপদকে রক্ষা করতে হলে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করতে হবে।

সম্মেলনে ‘পরিবেশ বিজ্ঞানে নারীর ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা পরিবেশবিজ্ঞান ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান নেতৃত্বকে তুলে ধরে।

সম্মেলনের প্রথম দিন পোস্টার উপস্থাপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আগামীকাল শনিবার অংশগ্রহণকারীরা চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল ও পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, যা তাদের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাবে।