
২০২৪ সালের ১ আগস্ট সাবেক আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার এক বছর পূর্তিতে চট্টগ্রামের সাতকানিয়ায় ‘জুলাই দ্রোহ মিছিল’ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই কর্মসূচিতে সংগঠনটি অভিযোগ করেছে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী জুলাই আন্দোলনকে তাদের ‘বাপ-দাদার সম্পত্তি’ বানানোর চেষ্টা করছে।
আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে সাতকানিয়ার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেরানীহাট মোড়ে এক সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।
তিনি তার বক্তব্যে বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলন কোনো গোষ্ঠী বা ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ১৮ কোটি মানুষের বুকে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই। যেভাবে শেখ মুজিব একসময় মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন, আজকে কিছু মাথামোটা লোক সেই একই পথে হাঁটছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের আগস্টের শুরুতে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকার আসলে ভয় পেয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল উল্টো।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচার প্রক্রিয়া এক বছরেও শুরু না হওয়াটা শহীদদের আত্মার প্রতি অবমাননা।
শিবির নেতা আসিফুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পুরনো সরকারের অপশক্তির চক্র যদি ষড়যন্ত্র চালিয়ে যায়, তবে ছাত্রসমাজ দেশের মানুষকে সাথে নিয়ে আবারও দুর্বার আন্দোলনে নামবে। তিনি বলেন, যারা নিজেদেরকে আন্দোলনের একক নায়ক বানাতে চায়, তারা ইতিহাসকে বিকৃত করছে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হবে।
