মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে ফারজানা আক্তার মুন্নী (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে মারাত্মক জখন করেছে এক বখাটে। বুধবার (২৯ জুন) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ঘড়িয়াইশ গ্রামের পুরাতন রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের জাফর আহম্মদের মেয়ে মুন্নী সকাল ১১টার দিকে বাড়ির পাশের মহামায়া ছরার ওপর নির্মিত রাবার ড্যামে যান। এসময় গ্রামের চিহ্নিত বখাটে মোজাম্মেল পেছন দিক থেকে এসে মুন্নীকে রাম দা দিয়ে কোপাতে শুরু করে। তাঁর চিৎকারে গ্রামের লোকজন বেরিয়ে আসলে ওই বখাটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত মুন্নীকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চৌধুরী ফারহানা জানান, ‘মুন্নীর অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে স্থানান্তর করা হয়েছে।’
আহত মুন্নীর মা রিজিয়া বেগম জানান ‘বেশ কিছুদিন ধরে গ্রামের বখাটে মোজাম্মেল কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মেয়েকে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো। আমরা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছিলাম।’ তিনি আরো জানান মুন্নী স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। বর্তমানে আর্থিক অনটনের কারণে তার পড়ালেখা বন্ধ রয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এমএকে ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত তরুণীর পরিবার বিষয়টি আমাদেরকে জানিয়েছে। ঘটনায় জড়িত বখাটে মোজাম্মেলকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’
