সাংবাদিক নেতা কাদের গণি ও মাসুদুর রহমানের রোগমুক্তিতে ফটিকছড়িতে দোয়া


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় মহাসচিব কাদের গণি চৌধুরী এবং লন্ডন প্রবাসী সাংবাদিক মাসুদুর রহমানের রোগমুক্তি কামনায় চট্টগ্রামের ফটিকছড়িতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী সভাপতিত্ব করেন। মাহফিলে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কাদের গণি চৌধুরী এবং দাতা সদস্য ও লীম ফাউন্ডশনের চেয়ারম্যান মাসুদুর রহমানের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও সকল সাংবাদিক এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ক্লাবের সদস্য মাওলানা নুরুল আবসার নূরী মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং লন্ডন প্রবাসী সাংবাদিক মাসুদুর রহমান উভয়েই ফটিকছড়ির কৃতি সন্তান এবং গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, মো. সেলিম, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, মো. জিপন উদ্দিন, এইচ এম সাইফুদ্দীন, কামরুল হাসান সবুজ এবং ইউসুফ আরফাত, সংগঠক আখতারুজ্জামান নূর, শাফায়াতুজ্জামান শাহীন, আল মাহমুদ রিয়াদ প্রমুখ।