জুলাই কারো পৈত্রিক সম্পত্তি নয় : মীর হেলাল


“জুলাই কারো পৈত্রিক সম্পত্তি নয়” মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একটি গোষ্ঠী ‘নানা অজুহাতে’ বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্র ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ফতেহপুর, চিকনদণ্ডি ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

তারেক রহমানকে ‘আদর্শিক নেতা’ হিসেবে উল্লেখ করে মীর হেলাল বলেন, “তারেক রহমান এমন এক নেতা যার চিন্তা-চেতনায় শুধু বাংলাদেশ। অন্যায়-অনিয়ম, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে তিনি অবিচল। তাঁর মতো একজন দেশপ্রেমিককে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অন্য কারো নেই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মূল্য দিয়েছেন। বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ।”

আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ।

যৌথভাবে সমাবেশ সঞ্চালনা করেন ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু, চিকনদণ্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি এবং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মঞ্জু।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মীর হেলাল তিনটি ইউনিটের নেতাদের হাতে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন এবং আশা প্রকাশ করেন যে, এই কর্মসূচির মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।