করইয়ানগর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে মাহফুজ ও এনামুল


চট্টগ্রামের সাতকানিয়ার করইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে, যাতে সভাপতি হয়েছেন মুহাম্মদ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনামুল হক।

শনিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় ৩৭ সদস্যের এই কমিটি ঘোষণা করেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সাবেক উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী। পরে তিনি নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “এই পরিষদ সাবেক শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরির মাধ্যম। আমরা যারা জীবনের নানা পর্ব পার করে এসেছি, তাদের জন্য এটি আবার নিজের শিখড়ে ফেরার সুযোগ। এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমাদের পরিচয়ের অন্যতম ভিত্তি।”

নতুন সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “এই পরিষদকে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি যথাসম্ভব বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখা।”

তিনি জানান, পরিষদের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক স্মৃতি বৃত্তি’ চালু, ২০২৬ সালে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন এবং নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

পরিষদের সাবেক সভাপতি ও নতুন প্রধান পৃষ্ঠপোষক ডা. মোহাম্মদুল হক মেজবাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনির আহমদ, প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক শিক্ষক মৌলানা নুরুল আলম, পরিষদের নতুন সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক শিক্ষার্থী নেওয়াজ হোসেন নিষাদ, ড. খোরশেদ আলম, মোহাম্মদ হোছাইন, অরুন কান্তি মজুমদার, রিবেন ধর, অ্যাডভোকেট এস এম দিদার উদ্দিন এবং নুজাহাত সুলতানা।

অনুষ্ঠানে করইয়ানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাদল কান্তি দাশ, মাহবুবুল হক ও রঞ্জন কুমার ধরকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।