
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে পরবর্তী সাধারণ নির্বাচনের মাস ঘোষণা করতে পারেন বলে একাধিক সরকারি সূত্র জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে গতকাল নিশ্চিত করা হয়েছে যে, একই দিনে, অর্থাৎ ৫ আগস্ট, ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।
সরকারি সূত্রগুলো জানায়, ভাষণের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও, এটি দুটি গুরুত্বপূর্ণ দিনের যেকোনো একটিতে অনুষ্ঠিত হবে—হয় ৫ আগস্ট, যা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি, অথবা ৮ আগস্ট, যা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বর্ষপূর্তি।
তবে সূত্র মতে, প্রধান উপদেষ্টা সরকার গঠনের তারিখের ওপর বেশি গুরুত্ব দিতে চান না, তাই ৫ আগস্ট ভাষণ দেওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনের মাস ঘোষণার পর তিনি নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার জন্য অনুরোধ জানাবেন বলে জানা গেছে।
এর আগে গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনূস দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছিলেন।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সকল অংশীজনের উপস্থিতিতে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা”।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্যের ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরির দায়িত্ব নেয় সরকার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
