
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র উদ্যোগে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে।
রবিবার উপজেলার পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী সেবা গ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান।
পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী অধিকারীর সভাপতিত্বে কর্মসূচিটি পরিচালনা করেন ‘সেতু’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্ণকমল বড়ুয়া ও সাবেক সভাপতি মানিক বড়ুয়া।
সংগঠনের সহসভাপতি রিগান বড়ুয়া এবং সদস্য অভিজিৎ, নিলয়, সৌভিক, শুভ, সাম্য ও অমিত বড়ুয়া এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ‘সেতু’ ১৯৯৯ সালে সরকারি নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচিসহ শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
