হাটহাজারীতে বন্দুক, ইয়াবাসহ একজন গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে একটি পরিত্যক্ত পাহাড় থেকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ; এসময় তার স্ত্রী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকালে হাটহাজারী মডেল থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ রেললাইনের পশ্চিমে ওয়াসার পরিত্যক্ত একটি পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম ওরফে মনিরুল মনি ওরফে মহিন (৫২) ওই এলাকার জিয়ন মুহুরীর বাড়ির মমতাজ সর্দারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল ওই পাহাড়ে অভিযান চালায়।

এসময় কামরুলকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিনটি কার্তুজ এবং ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার ছেনি, একটি দা, চারটি ধারালো ছুরিসহ মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুলের কথিত স্ত্রী বৃষ্টি আক্তার (৩২) পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

কামরুলের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ আরও জানায়, তার স্ত্রী বৃষ্টি ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং পলাতক বৃষ্টি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাটহাজারী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।