বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমদ বীর উত্তম আর নেই


একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগরীর প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জিয়া উদ্দিন আহমদ, বীর উত্তম আর নেই।

মঙ্গলবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর পুত্র জাভেদ সোলাইমান পিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রামের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়া উদ্দিন আহমদের জন্ম ১৯৩৯ সালের ২২শে নভেম্বর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করলেও মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে তিনি সরাসরি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। ১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব ও বীরত্বের স্বীকৃতি হিসেবে তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। ১৯৯৩ সালের ২ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।

শিক্ষানুরাগী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। চট্টগ্রামে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং আমৃত্যু এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।