চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ খালি কন্টেইনার রাখার নতুন একটি ইয়ার্ড চালু করেছে। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল এই ইয়ার্ডের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান ‘নিউমুরিং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড’ নামে আরো একটি ইয়র্ডের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন।
বুধবার চালু হওয়া ‘এম্পটি কন্টেইনার ইয়ার্ডটি’ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কাছে ডক লেবার কলোনি এলাকায় নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন চালু হওয়া খালি কন্টেইনার রাখার এই ইয়ার্ড নির্মাণে প্রায় আট কোটি টাকা ব্যয় হয়েছে। এক লাখ ৫৬ হাজার বগর্ফুট আয়তনের এই ইয়ার্ডে এক হাজার ৮০০ থেকে দুই হাজার খালি কন্টেইনার রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরে এখন ১৮ থেকে ২০ শতাংশ হারে পণ্য পরিবহন বাড়ছে। বিষয়টি মাথায় রেখে খালি কন্টেইনার ইয়ার্ড চালু করা হয়েছে।
এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা ‘নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডটি’ তৈরি করা হবে ৩৪ দশমিক ৫০ একর জায়গার উপর। ইয়ার্ডের কাজ সম্পন্ন হলে এখানে চার স্তরে ২০ হাজার পণ্যভর্তি কনটেইনার রাখা যাবে বলেও জানান বন্দর চেয়ারম্যান। ইয়ার্ডটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি টাকা। আগামী বছরের মাঝামাঝি সময়ে ইয়ার্ড নির্মাণ কাজ শেষ হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন্দরের বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমোডোর জুলফিকার আজিজ, সদস্য (হারবার ও মেরিন) কমোডোর শাহীন রহমান, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন।
