
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
“চাঁদা নেব না, দেব না—আর কোনো চাঁদাবাজের স্থান ফটিকছড়িতে হবে না,”— মঙ্গলবার বিকালে উপজেলার ভূজপুর থানা জামায়াতের এক সমাবেশে দলটির নেতারা এ ঘোষণা দেন।
‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ও বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন।
তিনি বলেন, “হাসিনার পতনের মাধ্যমে এ দেশের মানুষ নতুন বিজয় অর্জন করেছে। জনমতের প্রতি চরম অবজ্ঞা করে শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী অতীতেও সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব।”
ভূজপুর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূজপুর থানা শাখার সভাপতি আব্দুল জলিল, থানা জামায়াতের সাবেক আমীর মাওলানা আহমদ হোসেন এবং ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরীসহ স্থানীয় নেতারা।
সমাবেশটি সঞ্চালনা করেন ভূজপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের।
আয়োজকরা জানান, সমাবেশের আগে একটি মিছিল স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
