
‘গণঅভ্যুত্থানের’ মাধ্যমে ফ্যাসিবাদের পতন কোনো ‘গুটিকয়েক ব্যক্তির’ নেতৃত্বে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, “সারা দেশে বিএনপি নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধু জুলাই মাসেই বিএনপির কয়েকশ নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। অথচ আজ একটি গোষ্ঠী গণমানুষের এই আন্দোলন ছিনিয়ে নিতে চায়।”
মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌরসদর বাস স্টেশন চত্বরে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌরসভা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
মীর হেলাল বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বড় অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভিশনারি নেতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সাত সমুদ্র তের নদীর ওপার থেকে তিনি যেমন গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তেমনি সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেব।”
আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জাকের হোসেন, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম যৌথভাবে সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে হাটহাজারীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
