লোহাগাড়ায় ঐক্যবদ্ধ বিএনপির বিজয় র‍্যালি, নেতাকর্মীদের ঢল


ঐতিহাসিক ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে শুরু হওয়া এই র‍্যালিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বটতলীস্থ মা-মনি হাসপাতাল সংলগ্ন মাঠে জড়ো হওয়ার পর বিকেল চারটার দিকে মূল বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মাশাবি রেস্টুরেন্টের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ কাশেম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এরফানুর রহমান, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, শাহ আলম, নুরুল কবির সওদাগর, রহমান, নুরুল আলম জিকু, নুর মোহাম্মদ শহিদুল্লাহ, মামুনুর রশিদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, শহিদ আহমদ, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, নেজাম উদ্দিন মেম্বার, সৈয়দ আহমদ, শহিদুল আলম, এস এম সাহাব উদ্দিন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল আলম মেম্বার, ইমামুল আবেদীন চৌধুরী রিপন, আলাউদ্দিন বাচ্ছু, ফরিদ মেম্বার, মোবারক হোসেন বাবু।

আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, হাফেজ আহমদ ডিয়ার, রফিক মেম্বার, কাইয়ুম, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন ফেরদৌস দিদার চৌধুরী, নাছির উদ্দিন, নুরুল আলম কোম্পানী, ছলিম উল্লাহ চৌধুরীর ডালিম, হারেচ কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন আল নাজের, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, মোরশেদুল আলম, বাহাদুর চৌধুরী, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, জহিরুল ইসলাম, গিয়াস উদ্দিন কাদের, দিদারুল আলম, ডা. শাহ আলম, সাইফুল ইসলাম, শিহাব, সেলিম উদ্দিন খান, উদ্দিন, নাজিম উদ্দিন, জিয়াবুল হোসেন, মো: মুন্না, মোরশেদুল আলম, কৃষক দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সোহেল মাহমুদ তুষার, কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, মহিউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ খান, কায়েস উদ্দিন, মহিউদ্দিন, তাজুল ইসলাম, এহেসানুল হক, আহাদ, মামুনুর রশিদ নুরী এবং ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সায়েম, মো: আরমান, মোকতাদির আসিফ ও শহিদুল ইসলাম প্রমুখ।