বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা


চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে নিজের বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্র পাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুলাল রুদ্র (৫৫) ওই এলাকারই বাসিন্দা। এই ঘটনায় তার ছেলে তপন রুদ্রকে (২০) আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তপন রুদ্র দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। সেলুনের দোকান হারিয়ে বেকার হয়ে পড়ার পর টাকার জন্য প্রায়ই পরিবারে অশান্তি করত সে।

“মঙ্গলবার সন্ধ্যায় তপন তার বাবা দুলাল রুদ্রের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে,” বলেন ওসি।

গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে দুলাল রুদ্রের মৃত্যু হয় বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার পর পরই স্থানীয়রা তপনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”