
চট্টগ্রামের রাউজানে ঋণের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে পাখি আকতার (৫৩) নামে চার সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাদার পাড়া গ্রাম থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী।
নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর জানান, তার স্ত্রী প্রায় আটটি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন, যার ফলে তাদের প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার কিস্তি পরিশোধ করতে হতো। তিনি ধারণা করছেন, এই বিপুল পরিমাণ ঋণের চাপ সহ্য করতে না পেরেই তার স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। তিনি বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।
