
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন মোড় এলাকায় একটি সেতুর একাংশ ধসে পড়ার পর ওই পথে যান চলাচল সীমিত করা হয়েছে, যা তীব্র যানজটের সৃষ্টি করেছে।
শীতল ঝরনা খালের ওপর থাকা পুরনো সেতুটি বৃহস্পতিবার সকালে ভারি বর্ষণের পর ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ ও সিটি করপোরেশন।
ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, “সকাল ছয়টার দিকে সেতুর একটি অংশ ধসে পড়ে। এরপর থেকে অক্সিজেন থেকে দুই নম্বর গেটমুখী লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য লেন দিয়ে গাড়ি পারাপার করায় যানজট তৈরি হয়েছে। তবে অপর অংশটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সেতুটি আশির দশকে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পাশের শীতল ঝরনা খালটি প্রশস্ত করার পর পানির স্রোত বেড়ে যাওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
“খাল চওড়া হওয়ায় পানির চাপে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে। ভারি বর্ষণে আজ সকালে সেটি ধসে যায়,” বলেন তিনি।
এদিকে, নগরের অন্যতম ব্যস্ত এই সড়কের সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মোটরসাইকেল আরোহী আরিফ বলেন, “জরুরি কাজে যাচ্ছিলাম, এসে দেখি ব্রিজ ভাঙা। এক পাশ বন্ধ থাকায় প্রচণ্ড জ্যাম। এই সেতু দ্রুত মেরামত না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
অক্সিজেন এলাকায় বহু শিল্প প্রতিষ্ঠান ও পোশাক কারখানা থাকায় প্রতিদিন হাজারো যানবাহন এই সড়ক ব্যবহার করে।
প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, “ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুটি নতুন করে নির্মাণের একটি উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। এর জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আমরা দ্রুত কাজ শুরু করার চেষ্টা করব।”
