রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ; এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের নবগ্রাম এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. রুবেল (২৪) এবং হাটহাজারী উপজেলার মদনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ওরফে নাঈম (২১)।

ওসি শিফাতুল মাজদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ধামাইরহাট মোড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রুবেল ও নাঈমকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”

তিনি জানান, রুবেলের কাছ থেকে একটি লোহার কাটার ও একটি দা উদ্ধার করা হয়। নাঈম একটি নম্বরবিহীন অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ছুরি, একটি লোহার শিকল এবং একটি রশি জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।