
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ফকিরাচান গ্রামের আড়ালিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন ওই এলাকার শামশুল আলমের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আড়ালিয়া পাড়া ইউনিটের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কামাল উদ্দিন তার নিজ বাড়ির পাশে গরুর ঘরের আশপাশে থাকা ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়েছিলেন। এ সময় তিনি সেখানে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তারটি পার্শ্ববর্তী একটি ঘরে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের অংশ ছিল।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল উদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
