লোহাগাড়ায় ৩ মাসের শিশুকে বিক্রি করে দিল মাদকাসক্ত বাবা


চট্টগ্রামের লোহাগাড়ায় মাত্র তিন মাস বয়সী নিজের কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে পুলিশ খবর পেয়ে উপজেলার আধুনগর মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

আটককৃত বাবার নাম মিরাজ হোসেন (২০) এবং তিনি উপজেলার সদর ইউনিয়নের জুনাবীর পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শিশুটির মা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত এবং সন্তান পেটে আসার পর থেকেই তাকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে তাকে মারধর করে একটি স্ট্যাম্পে জোরপূর্বক সই নিয়ে তার স্বামী তাদের কন্যা শিশুটিকে বিক্রি করে দেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রাসহ তিনি পুলিশকে খবর দেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযুক্ত বাবা অর্থের বিনিময়ে তার তিন মাস বয়সী কন্যা শিশুটিকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে জানালে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।