
কক্সবাজারের চকরিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনদের বিরুদ্ধে প্রতিবেশীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গিয়াস উদ্দিন (৩০) নামের ওই ব্যক্তিকে শনিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
চকরিয়া থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের একটি জিআর মামলায় আদালতের দেওয়া দুই বছরের সাজা এবং আরেকটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবেও উল্লেখ করেছে পুলিশ।
এদিকে, গিয়াসকে গ্রেপ্তারের পর পুলিশকে খবর দেওয়ার সন্দেহে তার স্বজনরা প্রতিবেশী মৃত আবদুল মালেকের পরিবারের ওপর চড়াও হন এবং হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মৃত আবদুল মালেকের স্ত্রী পারভীন সুলতানা শনিবার রাতে চকরিয়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গিয়াস উদ্দিনকে রোববার আদালতে পাঠানো হবে।”
প্রতিবেশীর পরিবারকে হুমকির বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এএসআই আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
