চট্টগ্রামে আ.লীগ নেতাকর্মীদের হামলায় এসআই আহত, ১৮ জন আটক


চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, এতে বন্দর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে বন্দর থানা এলাকার ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা তাদের ওপর চড়াও হয় এবং উপ-পরিদর্শক আবু সাঈদ রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

আহত এসআই রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ বন্দর এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানে ১৮ জনকে আটক করার পাশাপাশি লোহার পাইপ, শাবল, কুড়াল ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেছেন এমন খবর পেয়ে সেখানে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় এক এসআই গুরুতর আহত হয়েছেন।”

নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলামও রাতে ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের মিছিল এবং সেখান থেকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আফতাব উদ্দিন হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। উপ-কমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।