লায়ন্স ক্লাবের উদ্যোগে রাউজানে চক্ষু ক্যাম্প, চারা বিতরণ


চট্টগ্রামের রাউজানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর যৌথ উদ্যোগে সোমবার এ কর্মসূচি পালিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প এবং কদলপুর সুধর্মান্দ বিহার প্রাঙ্গণে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ইন্টারন্যাশনাল, ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

হাসপাতালের ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সাবেক প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিন, প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, সেক্রেটারি লায়ন প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, ট্রেজারার লায়ন সমীরণ কান্তি বড়ুয়া, লায়ন দুলাল কান্তি বড়ুয়া এবং লায়ন হেলাল উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আশুতোষ বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লিও দীপ্ত দে, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও জোন ডিরেক্টর লিও মো. জাহেদ হোসাইন তাজেক, বিসিসিইউএল এর ম্যানেজার জোসেফ ডিসিলভা, হাসপাতালের ম্যানেজার এডমিন মো. আমান উল্লাহ আমান, ম্যানেজার রাজীব বড়ুয়া, লায়ন চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের জ্যেষ্ঠ সমন্বয়ক মো. জসিম উদ্দিন, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর জয়েন্ট ট্রেজারার লিও মো. মোজাম্মেল হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিও শচীন দে, জেনারেল মেম্বার লিও ইমরুল কায়েস ইমন এবং লিও অন্তু শর্মা।

আয়োজকরা জানান, ক্যাম্পে রাউজান ও রাঙ্গুনিয়ার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ২২ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এ ছাড়া শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই অঞ্চলের দরিদ্র মানুষের সেবায় প্রতি শুক্রবার দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাবের সহায়তায় একটি স্থায়ী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্নারও স্থাপন করা হবে বলে জানানো হয়।