
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পঁচা-বাসি খাবার সংরক্ষণের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে তিনটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট এবং আল ঈশান রেস্টুরেন্ট প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, রেস্টুরেন্টগুলোর রান্নাঘর অস্বাস্থ্যকর ছিল, তারা উন্মুক্ত স্থানে ময়লা ফেলছিল এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করছিল।
এছাড়া অভিযানের অংশ হিসেবে কেরানিহাট কাঁচাবাজারে বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়।
