
চট্টগ্রামে এক সাংবাদিককে হুমকি ও তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে ছাত্রদলের এক সাবেক নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি দায়ের করেন সাংবাদিক রানা নাহা।
মামলায় নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদ্য বহিষ্কৃত সৌরভ প্রিয় পাল, জাস এক্সেসরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াজেদ সোহেল ও মো. হেলালকে আসামি করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়, গত ১ আগস্ট সাংবাদিক রানা নাহা একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন পলিথিন তৈরির বিষয়ে তথ্য সংগ্রহ করতে তার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াজেদ সোহেলকে ফোন করেন। এর কিছুক্ষণ পর মামলার আরেক আসামি মো. হেলাল ফোন করে রানা নাহাকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে হুমকি দেন বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়।
এর কয়েকদিন পর আব্দুল ওয়াজেদ সোহেল একটি ব্যবসায়ী সংগঠনে রানা নাহার বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ একটি মিথ্যা অভিযোগ জমা দেন। সেই অভিযোগের কপি ফেসবুকে শেয়ার করে সাংবাদিক রানা নাহা ও তার প্রতিষ্ঠানকে ‘চাঁদাবাজ’ বলে পোস্ট দেন সৌরভ প্রিয় পাল।
রানা নাহা বলেন, “আমি সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তথ্য যাচাইয়ের জন্য ফোন করেছিলাম। কিন্তু নিউজ ঠেকাতে আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয় এবং ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার ও আমার প্রতিষ্ঠানের সম্মানহানি করা হয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
