চীনা টেলিভিশনে দেশের প্রথম ইংরেজি সংবাদ পাঠক চট্টগ্রামের ফায়সাল

চট্টগ্রাম : চীনের জনপ্রিয় উহান টিভি সিক্স’র ইংরেজি সংবাদে প্রথম বাংলাদেশি হিসেবে পর্দায় দেখা গেল চট্টগ্রামের সন্তান ফায়সাল করিমকে। সম্প্রতি টেলিভিশনটির জনপ্রিয় “হান নিউজ” এ কো-প্রেজেন্টার হিসেবে সংবাদ উপস্থাপনা করেন তিনি। গেল নভেম্বরের শেষ সপ্তাহজুড়ে উহান টিভি সিক্সে প্রথমবারের মত ইংরেজি সংবাদ উপস্থাপন করে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেন পেশাদার এই সংবাদকর্মী। প্রাথমিকভাবে নিয়মিত না হলেও অতিথি সংবাদ উপস্থাপক হিসেবে উহান টিভি সিক্সের পর্দায় থাকবেন বলে জানান ফায়সাল করিম।

চীনে প্রথম সারির বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে এ বছরের সেপ্টেম্বরে চীনে পাড়ি জমান বাংলাদেশের এ সংবাদকর্মী।

জানান, পড়াশুনার পাশাপাশি নিজ পেশাকে আগলে রাখার এমন সুযোগ পাওয়াটা বেশ সৌভাগ্যের। এতে চীনা গণমাধ্যমে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ যেমন রয়েছে তেমনি বড় পরিসরে শেখার আছে অনেককিছু।

উহান টিভি সিক্স সেন্ট্রাল চীনের হুবেই প্রদেশের বৃহত্তম টেরেস্ট্রিয়াল চ্যানেল। বেসরকারি এ সংবাদমাধ্যমটি, টেলিভিশনে উহানের এককোটিরও বেশি এবং অনলাইনে বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি দর্শক দেখে থাকেন।

সামাজিক মাধ্যমে যোগাযোগ করা হলে, উহান টিভি সিক্সের দায়িত্বশীল কর্মকর্তা অলিভিয়া চেন জানান, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান দেশটির শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। শহরটিতে পড়তে আসা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিজেদের তুলে ধরার সুযোগ করে দিতেই উহান টিভি সিক্স বেশ কয়েকবছর আগে এমন ব্যাতিক্রমী উদ্যোগ চালু করে। এ কর্মকর্তা জানান, এবারও এর ইংরেজি সংবাদ “হান নিউজ” এ কো-প্রেজেন্টার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সাক্ষাৎকার প্রক্রিয়ায় আটজনকে চূড়ান্ত করা হয়। যাদের মধ্যে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন ফায়সাল করিম।

চীনের বৃহত্তম কোনো টিভি পর্দায় বাংলাদেশের একজন সংবাদকর্মীর এমন সুযোগ পাওয়াকে বেশ গৌরবের মনে করছেন চীনের রাষ্টীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির ঢাকা’র চিত্রসাংবাদিক ও চিত্র সম্পাদক ইমশিয়াত শরিফ। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বর্তমানে চীনের নামকরা বিশ্ববিদ্যালয় হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে গবেষণায় নিয়োজিত রয়েছেন তিনি। তাঁর মতে, চীনের টিভিপর্দায় কোনো ইংরেজি সংবাদে সম্ভবত এটিই প্রথম কোনো বাংলাদেশির সুযোগ পাওয়া। এর মাধ্যমে চীনা গণমাধ্যমের সাথে বাংলাদেশের গণমাধ্যমের একটা ক্ষুদ্র যোগাযোগ তৈরি হয়েছে বলে মনে করেন অভিজ্ঞ এ সংবাদকর্মী।

সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্র্রি অর্জন। পরে ২০১২ সালে সংবাদ ভিত্তিক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ফায়সাল করিম। সবশেষ চ্যানেল নাইনের চট্টগ্রাম ব্যুরোর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। টেলিভিশনের পাশাপাশি অনলাইন ও দৈনিক সংবাদ মাধ্যমেও লেখালেখির অভিজ্ঞতা রয়েছে তরুণ এ সংবাদকর্মীর। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সরব থেকে চট্টগ্রামের সাংবাদিক মহলে প্রশংসা কুড়িয়েছেন ফায়সাল।

কৃতী এ সাংবাদিক ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী শাহিনুর আক্তার শর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা করিম আব্দুল্লাহ ও সুরাইয়া খানম দম্পতির দুই সন্তানের মধ্যে ফায়সাল বড়জন। তাঁর ছোটভাই সালমান করিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

চীনা টেলিভিশনে ফায়সাল করিমের সংবাদ-পাঠ দেখতে ক্লিক করুন :