
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মো. জিহাদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের একটি মসজিদ সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মো. জিহাদ ওই ইউনিয়নের বাকর আলি তালুকদার বাড়ির জাহেদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশু জিহাদ দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে মসজিদ সংলগ্ন পুকুরটিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়।
স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদের চাচা সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসরের নামাজের পর জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
