
চট্টগ্রাম নগরীতে ছিনতাই বেড়ে যাওয়ার আলোচনার মধ্যেই এক আদিবাসী যুবককে ঘিরে ধরে সর্বস্ব লুটে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীরা বাধা পেয়ে ওই যুবককে ছুরিকাঘাতেরও চেষ্টা করে।
পুলিশ বলছে, এ ঘটনায় কেউ অভিযোগ না করলেও তারা ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আনুমানিক ২০-২৫ বছর বয়সী চার যুবক সড়কে এক আদিবাসী যুবককে ঘিরে ধরে। কথা বলার এক পর্যায়ে তারা যুবকের পকেট থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। এ সময় ওই যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের একজন ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে। যুবকটি সরে গিয়ে রক্ষা পান এবং এক পর্যায়ে পালিয়ে যান।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক মাহফুজ হাসান বলেন, ঘটনাটি কয়েকদিন আগে নগরের অক্সিজেন পাঠানপাড়া এলাকায় ঘটেছে।
তিনি বলেন, “আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে আমরা ভিডিওটি দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য কাজ করছি।”
