লোহাগাড়ায় জুয়ার আসর থেকে মৎস্যজীবী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬


চট্টগ্রামের লোহাগাড়ায় একটি গ্যারেজে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা মৎস্যজীবী লীগের এক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার লোহারদীঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয় এবং এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু (৬৩), জসিম উদ্দিন (৪৫), এনামুল হক (৩৩), মো. হাফেজ (৪৫), মোহাম্মদ আলম (২৩) এবং প্রমিদ কান্তি সিকদার (৫০)। আটককৃতদের মধ্যে হারুনুর রশিদ বাদে বাকিরা পেশায় চালক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মৎস্যজীবী লীগ নেতা হারুনুর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।”

তিনি জানান, তাদের কাছ থেকে ১১৫টি তাস ও ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।