
চট্টগ্রামে পরিমাপে কম তেল দেওয়া এবং লাইসেন্সবিহীন পণ্য তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে জেলার হাটহাজারীর উপজেলার কুয়াইশ ও নগরের বায়েজিদের অক্সিজেন এলাকায় এই অভিযান চালান হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
তিনি জানান, অক্সিজেন এলাকার ‘মেসার্স হাজী এ. ওয়াজেদ অ্যান্ড সন্স’ ফিলিং স্টেশনে পরিমাপে গ্রাহকদের কম অকটেন দেওয়ার প্রমাণ পাওয়ায় ব্যবস্থাপক মো. জাহাঙ্গীরকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুয়াইশ নয়াহাট এলাকার ‘বাগদাদ ফুডস’ নামের একটি বেকারিতে মোড়কজাতকরণ লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত এবং ওজনে কারচুপির অভিযোগে ব্যবস্থাপক আবু তাহেরকে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুটি প্রতিষ্ঠানকেই ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।”
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
